শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভারত ও পাকিস্তান এখন বড় রকমের যুদ্ধে জড়াবেনা

রুহুল আমিন:  বিশিষ্ট কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভারত ও পাকিস্তান এই মুহুর্তে বড় রকমের যুদ্ধে জড়াবেনা। ভারতে জাতীয় সমস্যা হলে সব রাজনৈতিক দল তাদের সমস্যা একসাথে সমাধান করার চেষ্টা করে। এ কারণে আসন্ন ভারতের জাতীয় নির্বাচন উপলক্ষে কোন রাজনৈতিক দল চাইবেনা এখন কোন বড় সমস্যা হোক। যদিও তাদের শক্তি আছে যুদ্ধে যাওয়ার। ভারতের কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্ব তাদের জাতীয় নির্বাচন। আর এখন যদি তারা বড় রকমের কোন সংঘর্ষে জড়ায় তাহলে ক্ষতিটায় বেশি হবে। ভারতের গণতন্ত্র ও সংসদ বেশ কার্যকর। বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয় নেই। ভারতে কিছু করতে হলে সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত করতে হয়। ভারতের প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আছে। ভারত সারা বিশে^র মধ্যে একটা আধিপত্যে আছে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বেশ ভালো।

মঙ্গলবার নিউজ ২৪ এর জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে তিনি আরো বলেন, পাকিস্তান সংঘর্ষে জড়াতে চাইবেনা। তাদের ঘরোয়া রাজনৈতিক অবস্থা ও অথনৈতিক অবস্থা বেশ ভালো না। দীর্ঘদিন পাকিস্তান সেনাবাহিনী শাসনের কবলে পড়েছে। যার কারণে সরকার ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় কম। যদিও তাদের সেনাবাহিনী অনেক শক্তিশালি। পাকিস্তানের উগ্র রাজতৈক মতবাদের বিশ^াসী বেশি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশারফ বলেছেন পাকিস্তান যদি একটা বোমা ছোড়ে ভারত ছোড়বে দশটা।

তিনি আরো বলেন, শক্তিশালি দেশ যদি দুর্বল দেশকে আক্রমণ করে দুর্বল দেশও চাই তাদের সম্মান রক্ষার্থে কিছু করতে। কোন দেশ যত বেশিই শক্তিশালি হোক সেই দেশ যদি দুর্বল দেশকে আক্রমণ করে দুর্বল দেশ না পারলেও চাইবে তাদের সাথে মোকাবিলা করতে। তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে যে, কেবল ওই দুদেশের তাদের ক্ষতি হবে তা নয় এই যুদ্ধ হলে উপমহাদেশেরও ক্ষতি হবে। তবে যুদ্ধ না হবার সম্ভাবনাই বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়