শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুহারি আবারো নাইজেরিয়ার প্রেসিডেন্ট

আব্দুর রাজ্জাক : আবারো নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মাদু বুহারি। গত শনিবার নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে দুই দিন ব্যাপী ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে তাকে দেশটির দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা, ইয়ন

৭৬ বছর বয়সী বুহারির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আকিতু আবুবাকার। বুহারি মোট ৪জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্টের চেয়ে ৪০ লাখেরও অধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। যদিও এখনো একটি প্রদেশের ফলাফল ঘোষণা করা হয়নি।

সর্বশেষ ফলাফলে দেখা গেছে, অল প্রগেসিভ কংগ্রেস (এপিসি) দলের হয়ে বুহারি ১৫,১৯১,৮৪৭ ভোট পেয়েছেন যা দেশটির মোট ভোটের ৫৬ভাগ। অন্যদিকে, পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) দলের হয়ে আবুবাকার পেয়েছেন ১১,২৬২,৯৮৭ ভোট যা মোট ভোটের ৪১ ভাগের সমান।

সরকারিভাবে ঘোষণা হওয়ার পর বুহারি আবারো ৪ বছরের জন্য নাইজেরিয়া শাসনের দায়িত্ব পাবেন। তবে তার বিরুদ্ধে নানাবিধও অভিযোগ রয়েছে।

২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুহারি পরবর্তী নির্বাচন দেড়িতে আয়োজন করেছেন এবং ভোট গ্রহণেও হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ রয়েছে। বুহারির দল ভোট গণনায় প্রভাব বিস্তার করেছেন এবং ফল জালিয়াতিরও চেষ্টা করেছেন বলে আবুবাকারের দল পিডিপি অভিযোগ করেছে। যদিও তারা গণমাধ্যকে কোন প্রমাণ দেখাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়