শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউন্টি খেলতে দক্ষিণ আফ্রিকাকে বিদায় বললেন অলিভিয়ের

ডেস্ক রিপোর্ট :বল হাতে বসন্ত পার করছিলেন ডুয়ান অলিভিয়ের। দক্ষিণ আফ্রিকার সাদা জার্সিতে নতুন ‘ঘাতক’ হিসেবে হাজির হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু স্বপ্নময় পথ থামিয়ে দিলেন এই পেসার। কাউন্টি খেলতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অলিভিয়ের।

ইয়র্কশায়ারের হয়ে খেলতে কলপাক চুক্তি করেছেন অলিভিয়ের। কাউন্টি ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকার সবশেষ ক্রিকেটার হিসেবে কলপাক চুক্তিতে জাতীয় দল ছাড়লেন এই পেসার। এই চুক্তি অর্থ হলো সবার আগে কাউন্টি ক্লাবই প্রাধান্য পাবে।

অথচ কী চমৎকার ভবিষ্যতেরই না আভাস ছিল অলিভিয়েরের পারফরম্যান্সে। গত বছরের শেষ দিকে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে বল হাতে দানব হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক উইকেট শিকারে প্রোটিয়াদের নতুন আশা হয়ে ধরা দিয়েছিলেন ২৬ বছর বয়সী পেসার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন ২৪ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হারা টেস্ট সিরিজেও ছিলেন একাদশে। কিন্তু কয়েকদিনের মধ্যেই ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অলিভিয়ের। যেটি তার কাছে ‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’। নিজের ইনস্টাগ্রামে এই পেসার লিখেছেন, ‘আমার সিদ্ধান্ত অনেকের বুঝতে কঠিন হবে, তবে পেশাদারি খেলোয়াড় হিসেবে আমার জীবনটা ছোট্ট। আর এই সময়টাতে আমাকে আমার সুযোগগুলো নিতে হবে। সবদিক চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার অভিষেক হয় টেস্ট দিয়ে। সেই সুযোগটাও এসেছিলেন আরেকটি কলপাক চুক্তিতে! প্রোটিয়া পেসার কাইল অ্যাবট কলপাক চুক্তিতে কাউন্টিতে নাম লেখালে সুযোগ পেয়ে যান অলিভিয়ের। তবে তার ক্যারিয়ারের সুন্দর সময়টা আসে ২০১৮ সালে পাকিস্তান সিরিজ দিয়ে। মাত্র দুই বছরের টেস্ট ক্যারিয়ারে ১০ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। আর এ বছরের জানুয়ারিতে ওয়ানডেতে পা রাখা অলিভিয়ের দুই ম্যাচে পেয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়