শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের হামলায় পাঁচ ভারতীয় সেনা আহত (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী মর্টারশেলে হামলায় ভারতীয় সেনাবহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবার জানিয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ হামলার ঘটনা ঘটে। এছাড়া দুই দেশের নিয়ন্ত্ররেখা বরাবর অন্তত ৫০টি স্পটে পাকিস্তান গোলাবর্ষণ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারী মর্টারশেল ও অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছেন। স্থানীয় পুলিশের দাবি, পাক সেনারা সাধারণ গ্রামবাসীর ওপর মর্টারশেলের হামলা চালিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গত কয়েকদিন থেকেই সীমান্তে গোলা বর্ষণ করছিল পাকিস্তান সেনাবাহিনী। তবে মঙ্গলবার বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর ভোর সাড়ে পাঁচটা থেকে পুঞ্চ জেলার বিভিন্ন স্থানে হামলা জোরদার করে পাক সেনারা। এতে ভারতীয় সেনার পাঁচ সদস্য আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এর শক্ত জবাব দিয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, মেন্ডা এবং নওশেরা সেক্টরে দুই পক্ষের ভারী শেলিং চলছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

https://www.facebook.com/mohammad.elias.946/videos/2200539496678448/

  • সর্বশেষ
  • জনপ্রিয়