শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

মো. শহিদুল ইসলাম: চট্টগ্রামে এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামিরা হলেন- এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নাজির উদ্দিন ও প্রাক্তন সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আজাদ হোসেন ও ব্যবসায়ী মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন।

মঙ্গলবার নগরীর হালিশহর থানায় দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য মামলার বিষয়টি নিশ্চত করে।

মামলা এজাহারে বলা হয়, মেসার্স ইয়াসির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাহের হোসেন এবি ব্যাংকের এলসির মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করেন। কিন্তু এ ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। এ কাজে ব্যাংকটির ওই দুই কর্মকর্তার সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়। এজাহারে বলা হয়, চট্টগ্রামের হালিশহরে এবি ব্যাংকের পোর্ট কানেক্টিভিটি রোড শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ঋণসুবিধা গ্রহণ করেন মো. মোজাহের হোসেন। পরবর্তীতে ২০১৩ সালে এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির এই শাখা থেকে এলসি ঋণের মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, রাসায়নিক পণ্য আমদানি করে দেশের বাজারে বিক্রি করা হয়।

কিন্তু গ্রাহক মোজাহের ওই ঋণের সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা ব্যাংকের দুই কর্মকর্তার যোগসাজশে আত্মসাৎ করেন বলে এজাহারে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়