শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপবাদ ঘুচিয়ে সর্বোচ্চ দাতা ব্যক্তির তালিকায় অ্যামাজনের জেফ বেজোস

লিহান লিমা: বিশ্বের সর্বোচ্চ দাতা ব্যক্তিদের তালিকার উঠে এসেছেন অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। সদ্য প্রকাশিত দ্য ক্রোনিকেল অব পিলেনথ্রোপির-‘পিলেনথ্রোপি-৫০’ এর তালিকায় ২০১৮ সালে চ্যারিটিতে যারা সবচেয়ে বেশি দান করেছেন তাদের তথ্য তুলে ধরা হয়। দ্য ক্রোনিকেল অব পিলেনথ্রোপি, দ্য গার্ডিয়ান

অ্যামাজনের ১৩৭ বিলিয়ন ডলার শেয়ার মালিক বেজোস ২০১৮ সালে তার ‘বেজোস ডে ওয়ান ফান্ড’ এর মাধ্যমে ২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এর আগে এত বিপুল পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও অনুদান না দেয়ায় সমালোচনার মুখে পড়েন বেজোস।

মেইল হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে নিট সম্পদ ৯৬ বিলিয়নের মালিক বিল ও মেন্ডিলা গেটস অনুদান দিয়েছেন ৩৬ বিলিয়ন, যা তাদের নিট সম্পদের ৩৯ ভাগ। ৮৩ বিলিয়ন সম্পদের মালিক ওয়ারেন বাফেস অনুদান দিয়েছেন ৩০ বিলিয়ন (নিট সম্পদের ৩৬ শতাংশ)। ৫৪ বিলিয়ন ডলারের মালিক মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চান অনুদান দিয়েছেন ২ বিলিয়ন ( নিট সম্পদের ৪ শতাংশ) এদিকে ১৬০ বিলিয়ন ডলারের মালিক জেফ বেজোসের অনুদানের পরিমাণ ১৪৬ মিলিয়ন (নিট সম্পদের শূন্য দশমিক নয় শূন্য ছয় শতাংশ)।

দ্য ক্রোনিকেল অব পিলেনথ্রোপি আরো জানায়, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ধনীদের অনুদানের পরিমাণ ব্যপকভাবে হ্রাস পেয়েছে। ২০১৭ সালে শীর্ষ ধনীরা চ্যারিটিতে ১৪.৭ বিলিয়ন ডলার অনুদান দিয়েছেন যা ২০১৮ সালে কমে দাঁড়িয়েছে ৭.৮ বিলিয়ন ডলারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়