শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে আদালত কর্মচারীদের উপর আইনজীবিদের হামলা

মাহমুদুল হাসান রতন: ময়মনসিংহে ক্ষমতাসীন দলের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীদের উপর হামলা-ভাংচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন জারী কারক কাজী আজিজজুল হক, স্টেনোগ্রফার জাহিদুল ইসলাম, কর্মচারী আলগীর শাহাদত, সাইফুল ইসলাম এবং আইনজীবী খসর্ব, আ: মোতালেব, সোহাগ ও শাওন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির আ: হালিম। তিনি জানান, জজ আদালতের সামনে পরিবেশ সুন্দর করার জন্য বিচার বিভাগীয় কর্মচারী কল্যান সমিতি জেলা জজের মৌখিক অনুমতি নিয়ে ৫টি অস্থায়ী স্থাপনা হিসেবে পাকা শেড দোকান ঘর নির্মান কাজ শুরু করা হয়। কিন্তু ক্ষমতাসীন দলের আইনজীবীরা অন্যায় ভাবে নির্মানাধীন দোকান ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। পরে তারা নিচ থেকে উপরে উঠে জজ আদালতের ২য় ও ৩য় তলায় এসে প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারকের এজলাস, নেজারত শাখাসহ বেশ কয়েকটি এজলাসের দরজায় লাথি মেরে কর্মচারীদের মারপিট করে আহত করে। এ সময় আইনজীবীদের হামলায় কমপক্ষে ৭/৮ জন কর্মচারী আহত হয়।

বিচার বিভাগীয় কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আইনজীবীরা যা করেছে তা সন্ত্রাসী কর্মকান্ড। এর মধ্য দিয়ে তারা বিচার অঙ্গনকে কুলষিত করেছে। মূলত তারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাসীন দলের প্যানেলে নির্বাচিত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সাধারন সম্পাদক অ্যাড. বদর উদ্দিন আহম্মেদ বলেন, জজ আদালতের আঙ্গিনায় কর্মচারীরা অবৈধ ভাবে দোকানঘর নির্মান করেছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হবার আশংকা রয়েছে। এ বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে সমিতির পক্ষ থেকে জেলা জজকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু রাতের আধাঁরে কর্মচারীরা দোকানঘর নির্মান করায় ক্ষুব্ধ আইনজীবীরা নির্মানাধীন দোকানগুলো ভেঙ্গে দিয়েছে।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জালাল উদ্দিন খান বলেন, আইনজীবীরা কর্মচারীদের উপর হামলা করেনি। বরং কর্মচারীরা আইনজীবীদের উপর হামলা করে ৪ জনকে আহত করেছে।

তবে বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়