শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলাকার দু:খ-দুর্দশা তুলে ধরে সংসদে কাঁদলেন প্রতিমন্ত্রী জাকির

আসাদুজ্জামান সম্রাট : নিজ এলাকার দু:খ ও দুর্দশার কথা সংসদে বলতে গিয়ে কেঁদে ফেললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, এক সময়ে আমার এলাকার মানুষদের মজিফ বলা হতো শেখ হাসিনার উন্নয়নের কারণে এলাকায় এখন আর কোনো মঙ্গা নেই। তারপরেও অনেক পিছিয়ে আছে আমার এলাকা।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জাকির হোসেন তার নিজ মন্ত্রণালয়ের নানা উন্নয়নের চিত্র বর্ণনার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার মানুষের দু:খ দুর্দশাগুলো তুলে ধরেন। নদী ভাঙনে নির্বাচনী এলাকার মানচিত্র বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দিনে রাজা থাকি, রাতে ফকির হয়ে যাই। নদী ভাঙনে আর যেনো কোনো ক্ষতি না হয় তার জন্য এখনই ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি। সংসদে সভাপতির আসনে থাকা সভাপতিমন্ডলীর সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম তার আবেগপূর্ণ বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। জাকির হোসেন নিজ নির্বাচনী এলাকার নানা অভাব অভিযোগের বিষয় তুলে ধরে তার জন্য এখনই পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

তিনি বলেন, এক সময়ে আমার এলাকাটি মঙ্গপীড়িত ছিল। এখন মঙ্গা নেই। শেখ হাসিনার নানা পদক্ষেপের কারনে এলাকায় কোনো খাদ্য সংকট নেই। এখানে খাদ্য আমদানি করা হয়ে। যা মজুদ রাখার জন্য বড়ো কোনো গোডাউন নেই। গণশিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকায় গোডাউন নির্মাণের দাবি জানান। স্বাস্থ্য সেবার উন্নয়নে হাসপাতালে এ্যাম্বুলেন্স দাবি করেন।
জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী চিলমারিকে নদীবন্দর ঘোষণা করেছেন। এলাকার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। এ কারণে আমার এলাকার মানুষ এখন নৌকায় ভোট দিতে মুখিয়ে থাকেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জওহরলাল নেহেরু বলেছিলেন, তোমরা উন্নয়ন দেখতে চাইলে ক্লাস রুমের উন্নয়ন দেখো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে প্রাইমারী শিক্ষা। এ শিক্ষার মানোন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার উন্নয়নে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়