শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্নীর নারী উদ্যোক্তা হয়ে উঠার গল্প

ডেস্ক রিপোর্ট : বর্তমানে নারীরা আর চুপটি মেরে ঘরে বসে থাকতে রাজি নন। কোনোভাবে স্বাবলম্বী হতে চান বর্তমান সময়ের আধুনিক নারীরা। নারীদের কর্মক্ষেত্রে অনলাইন শপিং এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।  এতে করে শুধু ঘরে বসে নারীর অনেক কর্মসংস্থান ও তৈরি হয়েছে।

তরুনরা নিজেরাই উদ্যোগী হয়ে ব্যবসা শুরু করছেন এবং এগিয়ে যাচ্ছেন।  নারীদের প্রতিষ্ঠিত হয়ে দাঁড়ানোর খুব ভাল মাধ্যম হতে পারে এই অনলাইন ব্যবসা।

সেই ধারণা থেকেই ২০১৬ সালে মাত্র পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে তরুণ উদোক্তা মুন্নি জামান। ফেসবুকে একটি পেজ খুলে মেয়েদের বিভিন্ন পোশাকের অনলাইন ব্যবসা শুরু করেন , নাম রাখেন 'রোসাবেলাস কালেকশন'।

মুন্নি জামানের জন্ম কুষ্টিয়া জেলায় সেখানে কেটেছে তার শৈশব কৈশোর। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেছেন এই ক্ষুদ্র নারী উদ্যোক্তা । তার কাছে পাওয়া যাবে বিভিন্ন ধরণের রুচিশীল শাড়ি ও পাকিস্থানী থ্রি-পিস। ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী তিনি পণ্য এনে থাকেন। দাম ও মানের কারণে তিনি সাধারণের কাছে অল্প সময়ে ভাল অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। রোসাবেলাস কালেকশন ইন্ডিয়া ও পাকিস্থান থেকে বিভিন্ন ধরনের নারীদের পোশাক অনলাইনের মাধ্যমে সরবরাহ করে থাকেন।

এমন উদ্যোগ সম্পর্কে মুন্নি জানান, শুরুটা অনেক সহজ না হলেও পরিবার এবং বন্ধুদের সহযোগীতায় আমি এগিয়ে চলতে সাহস পেয়েছি। পড়াশুনা শেষ করে সংসার করার পাশাপাশি নিজে কিছু একটা করার দৃঢ ইচ্ছে থেকেই মাথায় আসে অনলাইন ব্যবসার প্ল্যান।তবে এ কাজে সবসময় তার স্বামী অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই সঙ্গে সাথে শ^শুর বাড়ি আদর ও সার্পোট এর কথাও জানান তিনি।

বর্তমান ব্যবসার অবস্থা সম্পর্কে তিনি বলেন ভাল কেনাবেচা চলছে এবং ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠছে তার অনলাইন পেজ ‘রোসাবেলাস কালেকশন’। ভবিষ্যতে তিনি একজন সফল নারী উদ্ধোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান।

তিনি আরও বলেন, আমার স্বপ্ন ছিল একজন উদ্যোক্তা হওয়ার। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সঙ্গে পরিশ্রম করে যাচ্ছি। বলতে গেলে অনেকটাই শূন্য থেকে শুরু করেছিলাম। তাই অন্য নারীদেরও উচিত হবে শুধু শুধু ঘরে বসে না থেকে সংসারের পাশাপাশি কিছু একটা করা। স্বপ্ন, সামান্য পুঁজি আর পরিশ্রম থাকলেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়