শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিঠির জবাবে আইসিসি বলেছে বিশ্বকাপে ভারত – পাকিস্তান ম্যাচ হবেই

এল আর বাদল : সম্প্রতি ভারতের কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানী জঙ্গী হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় বিশ্বকাপ ক্রিকেট থেকে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলে সোচ্চার হয়ে ওঠে ভারত। সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত শুক্রবার আইসিসিকে চিঠি দেয় বিশ্বকাপ থেকে ম্যাচ বাতিলে দাবি জানিয়ে।

মঙ্গলবার ওই চিঠির জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি।

সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই ম্যাচ বাতিল করা যাবে না। যথা সময়ে অর্থাৎ ১৬ জুন ভারত- পাকিস্তান ম্যাচ হবেই।

কাশ্মীরে জঙ্গী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের পুরানো শত্রুতা আবার জেগে উঠে। দেশটিকে কোণঠাসা করতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে ভারত। তার অংশ হিসেবে পাকিস্তানকে ক্রিকেট থেকে একঘরে করতে নতুন উদ্যোগ নেয় দেশটি।
সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভারতের পক্ষ থেকে দাবি উঠেছে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করতে। সেই সঙ্গে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি বাতিলেরও জোর দাবি উঠে। মোহাম্মদ আজহারউদ্দীন, সৌরভ গাঙ্গুলী, হরভজন সিংদের মতো ভারতের সাবেক গ্রেটরা এই দাবির পক্ষে সায় দিয়েছেন।

এ অবস্থায় গত শুক্রবার ভারতীয় বোর্ড থেকে একটি চিঠি দেওয়া হয় আইসিসি বরাবর। চিঠিতে খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাসবাদে যুক্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ত্যাগের আহ্বান জানানো হয়। তবে চিঠিতে পাকিস্তানের নাম উল্লেখ করেনি ভারতীয় বোর্ড। ওই চিঠির প্রেক্ষিতে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডকে আশ্বাস দিলেও পাকিস্তান প্রসঙ্গে কোন কথা বলেনি আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, আমি

বিসিসিআইর চিঠি পেয়েছি। নিরাপত্তা সবসময়ই আইসিসির প্রথম অগ্রাধিকার।
তিনি আরো বলেছেন, দুবাইতে আইসিসির সদস্যদের সঙ্গে ২ মার্চ আমরা বসব। সেখানে বিসিসিআইর সামনে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হবে। আয়োজন দেখে তারা সন্তুষ্ট হবে। সব বোর্ডেরই এই (নিরাপত্তা পরিকল্পনা দেখার) অধিকার আছে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়