শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৪তম দেশ হিসেবে দুর্ঘটনা কবলিতদের চিকিৎসায় বিশ্বমানের ‘ট্রমা ব্যাবস্থাপনা’ কোর্স শুরু

সুমন পাইক : দুর্ঘটনা কবলিত কিংবা যুদ্ধাহতদের চিকিৎসায় বিশ্বের ৮৪ তম দেশে হিসেবে বাংলাদেশের চিকিৎসকরা ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট ’ (এটিএলএস) কোর্স সম্পন্ন করতে যাচ্ছে। ১৬জন সিনিয়র ফেলো ডাক্তার ১মার্চ থেকে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়িানস্ এন্ড সার্জনস (বিসিপিএস) এর স্কীল ডেভেলপমেন্ট ল্যাবে প্রশিক্ষন নেবেন।

ট্রমা ব্যবস্থাপনা তিন স্তরে সম্পন্ন হয়। এর শুরুটা হয় দুর্ঘটনাস্থল থেকে। হাসপাতালের চিকিৎসা সেবা জরুরী বিভাগ থেকে শুরু হয়। কিন্তু দূর্ঘটনাস্থল থেকে রোগীকে জরুরী বিভাগে নিয়ে আসার সময়টি সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। উক্ত সময়ে রোগীদেরকে জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবা দেয়াটা অত্যাবশ্যক। আমাদের দেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনার ব্যাপারে অনেকটাই ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটানোর জন্য ডাক্তারদের এটিএলএস কোর্স করানো হচ্ছে। একজন গুরুতরভাবে আহত ব্যক্তিকে সময়মত বিশেষজ্ঞ ট্রমা চিকিৎসা প্রদানের লক্ষ্যে এটিএলএস কোর্সটির মাধ্যমে ডাক্তারদের হাতে কলমে প্রশিক্ষিত করে থাকে। কোর্সটি আহত ব্যক্তিদের সময়মত ও যথাযথ চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানো এবং ডাক্তারদের সাংগঠনিক পদ্ধতিগত দক্ষতা বিকাশে সহায়তা করবে। এটিএলএস বিশ্বাস করে যে বিশ্বের সকল ডাক্তার একটি অভীন্ন পদ্ধতিতে ট্রমা রোগীদের চিকিৎসা করবেন এবং ট্রমা ব্যবস্থাপনায়নের বিশ্বমানের মানগুলির সাথে সমানভাবে কাজ করবেন।

‘আমেরিকান কলেজ অব সার্জনস’ এই কোর্সটির আবিষ্কারক। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ ও দ্য সোসাইটি অব সার্জনস্ অব বাংলাদেশ এবং আমেরিকান কলেজ অব সার্জনস্ মধ্যকার চুক্তির অধীনে বাংলাদেশে কোর্সটি চালু হয়েছে। বেশিরভাগ উন্নত দেশের ডাক্তারদের বাধ্যতামূলক ভাবে কোর্সটি করানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়