শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানের অনিয়ম মেনে নেবে না লিগ কমিটি

নিজস্ব প্রতিবেদক : সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির প্রথম দিনেই বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান। তিন ক্রিকেটারকে ড্রাফট থেকে দলে নিয়ে আবার বাদ দিতে চাইছে ঢাকা লিগের ঐতিহ্যবাহী দলটি। মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান ও রাহাতুল ফেরদৌসের বদলে শাহাদাত হোসেন, তুষার ইমরান ও সাকলাইন সজীবকে দলে নিয়েছে দলটি।

ডিপিএল নিয়ম অনুযায়ী ড্রাফটের পর দল বদল করা যাবে, কিন্তু দলচ্যুত করার কোনো নিয়ম নেই। সিসিডিএম প্রধান কাজি এনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।

মঙ্গলবার তিনি মিডিয়ায় বলেছেন, ‘আমি বিষয়টা পত্রিকাতেই দেখেছি। প্রথমত এই বিষয়ে আমি মোহামেডানের ম্যানেজমেন্টের সাথেও আলাপ করেছি। এটা আমার মতে মোহামেডান ক্লাব অফিসিয়াল প্লেয়ারদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে ফেলবে। প্রথমত এটার কোনো সুযোগই নেই।’

ড্রাফট থেকে কোনো ক্রিকেটারকে দলে ভেড়ালে সেই ক্রিকেটারকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে বাধ্য দলটি। তা না হলে শাস্তি স্বরূপ টুর্নামেন্ট থেকে দলকে নিষিদ্ধ ও পয়েন্ট কাটার অধিকার রাখে সিসিডিএম।

‘যাদেরকে ড্রাফট থেকে নেয়া হচ্ছে বা ড্রাফটের বাইরে থেকে নেয়া হচ্ছে, যদি সেই প্লেয়ার রেজিস্টার হয়, তাহলে সেই প্লেয়ারের পেমেন্ট ও সেই প্লেয়ারের পুরো দায়িত্ব সেই ক্লাবের। যদি প্লেয়ারের পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে বিসিবি ও সিসিডিএমের অধিকার আছে সেই দলকে শাস্তি দেয়ার।

‘ক্লাবকে নিষিদ্ধ কিংবা পয়েন্ট কাটা হবে। আমার মনে হয় এই দুইটা জিনিস সিসিডিএম মিটিংয়ে বলেছি, ড্রাফট শুরু করেছি এটা বলে। ড্রাফটে থেকে কাউকে নিয়ে তাকে খেলাতে চায় কিংবা না চায়, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে যে চুক্তি হয়েছে, ড্রাফট অনুযায়ী সেটা দিতেই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়