শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি জানান ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কারণ নেই, ম্যাচগুলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী হবে

স্পোর্টস ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের ৪৬ জন প্যারামিলিটারি পুলিশ নিহত হয়। এই হামলার পেছনে পাকিস্তানের সুস্পষ্ট মদদ রয়েছে বলে দাবি ভারতের পক্ষ থেকে। সে কারণে ভারতের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার পক্ষে জোরালো দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ‘ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটি’ আইসিসিকে একটি চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল আইসিসি জানিয়ে দিয়েছে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই।

আইসিসি জানায়, ‘আমাদের অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ে উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব আমরা। সন্ত্রাসী হামলায় যেসব পরিবার আক্রান্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের দারুণ ক্ষমতা রয়েছে সকলকে একত্রিত করার, এক ছাতার নিচে নিয়ে আসার, সকল গোষ্ঠী ও সম্প্রদায়কে এক সুঁতোয় বাধার। সেটার উপর ভিত্তি করে আমাদের সদস্য দেশগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। বিশ্বকাপের ম্যাচগুলো পূর্ব পরিকল্পনা মাফিকই হবে। কোনো ম্যাচ না হওয়ার কোনো কারণ নেই।

১৬ জুন বিশ্বকাপের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত-পাকিস্তানের। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য অনলাইনে ইতিমধ্যে ২৫ হাজার ক্রিকেটপ্রেমী আবেদন করেছেন।
অবশ্য বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান রেকর্ড বিশ্বকাপের সবশেষ ৬ বারের মুখোমুখিতে ৬ বারই হেরেছে তারা। অবশ্য সবশেষ ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়