শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাঙ্কিং দু’য়ে থেকেও বাংলাদেশকে চ্যালেঞ্জ মনে করছেন নিকোলাস

নিজস্ব প্রতিবাদক: নিজেদের মাঠে দু’টেস্ট ম্যাচ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হয় দ.আফ্রিকা। আর এতে দ.আফ্রিকার ক্ষতি হলেও সুবিধা হলো নিউজিল্যান্ডের। ১১০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার সাথে সিরিজ শুরু করে প্রোটিয়ারা। কিন্তু হেরে যাওয়ার পর তাদের পয়েন্ট ১০৫ এ নেমে যায়। তাদের টপকে ১০৭ পয়েন্ট থাকা দ্বিতীয় স্থানে উঠে যায় কিউইরা।

ইনজুরি জর্জরিত বাংলাদেশ দল টেস্ট সিরিজে কতোটা লড়াই করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে খোদ টাইগার ভক্তদের মনেও। তবু প্রতিপক্ষকে হালকা করে নিতে নারাজ স্বাগতিক কিউইরা।

তাই তো র‌্যাংকিংয়ের দুইয়ে উঠার খবরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়েও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আলোচনা নিয়ে এলেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলাস।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা জানা জরুরী যে আমরা বাংলাদেশের বিপক্ষে যতোটা ভালো খেলবো, আমরা এখন এখন ঠিক ততটুকুই ভালো দল। তাই একদিকে এসব র‌্যাঙ্কিং যখন ভালো অনুভূতি দেয় এবং স্বীকৃতি দেয় ভালো পারফরম্যান্সের। একইভাবে অন্যদিকে আমাদের জন্য এটাও মানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জ গুলোর ব্যাপারে।’

এসময় র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠার ব্যাপারে নিকোলাস বলেন, ‘র‌্যাঙ্কিংয়ে এতো উপরে উঠা সত্যিই দুর্দান্ত। এটা একটা দলিল যে আমরা গত ১২ মাসে কতোটা ভালো ক্রিকেট খেলছি।’
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবেন নিউজিল্যান্ড। ২৮তারিখে প্রথম টেস্ট ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়