শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহীন ও মেয়াদ-উত্তীর্ণ গ্যাস সিলিন্ডরের জন্যই বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলো ঘটছে বলে মনে করেন ম. ইনামুল হক

সৌরভ নূর : সম্প্রতি সময়ে যানবাহনের জ¦ালানি হিসেবে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে বহুগুণে। জ¦ালানি খরচ কম হওয়ায় চাহিদাও ভালো। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় পরিবহনের সিলিন্ডার বিস্ফোরণে হতাহত কিংবা নিহতের খবর। ফলে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে যানবাহনে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা বিপজ্জনক কিনা? এ প্রসঙ্গে প্রকৌশলী ও জ¦ালানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক বলেন, এছাড়া আমাদের কাছে তেলের নিকটতম কোনো বিকল্প পন্থা নেই, তারপরেও স্বল্পমূল্য হওয়ায় এর চাহিদাও তুলনামূলক বেশি। তাছাড়া দুর্ঘটনার পরিমাণ এমন আহামরি পরিমাণে নয় যে, চারদিকে ফেটে পড়ছে। সিলিন্ডার বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটছে, কিন্তু সেটার পরিমাণ খুবই নগণ্য। সেটা কতোখানি নিরাপদ নাকি আপদ সেটা নির্ভর করে পরিসংখ্যান পর্যবেক্ষণের ওপর। সেই পরিসংখ্যানের দিক দিয়ে অতোটা বিপজ্জনক নয়। তারপরেও সব কিছুতেই ঝুঁকি রয়েছে। তবে উদ্বেগের জায়গা এটা যে, কিছু গাড়ির চালক কিংবা মালিকরা স্বল্প মূল্যের লোভে মানহীন-মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করছে। সিলিন্ডার বিস্ফোরণের যে দুর্ঘটনাগুলো ঘটছে তার অধিকাংশই মানহীন গ্যাস সিলিন্ডারের জন্য ঘটছে বলে আমার ধারণা। যেখান থেকে সিলিন্ডারগুলো তৈরি হয়ে আসছে, সেখানে উৎপাদনের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা? এজন্য সংসদে প্রস্তাব তোলা যেতে পরে, আমরা সরকারের কাছে দাবি জানাতে পারি যেন মানহীন সিলিন্ডার বাজারে প্রবেশ করতে না পারে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারের দায়িত্ব নিরাপদ সিলিন্ডার ব্যবস্থা নিশ্চিত করা। তাহলে যানবাহনে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়ানো সম্ভব হবে। পাশাপাশি নিরাপদ এবং নিশ্চিন্ত হয়ে উঠবে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়