শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের কাছে এখনবাংলাদেশই মক্কা বলে বিবেচিত হতে বাধ্য

আফরোজা সোমা

ভাষা হচ্ছে মানুষের চিন্তার অনুবাদ। মানুষ যে পারিপার্শ্বিকতায় জীবনযাপন করেন, যে রাজনৈতিক বাস্তবতায় থাকেন, যে বোধ-বুদ্ধি উপলব্ধি দিয়ে তাড়িত হন সেসবই অনূদিত হতে থাকে ভাষার ভেতর দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষের ভাষা বাংলা। সাহিত্যিকরা লেখেনও বাংলায়। কিন্তু আজকের একুশ শতকের এই তৃতীয় দশকের প্রারম্ভের কলকাতার বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতা এক নয়।

বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির কেন্দ্র এখন ঢাকা তথা বাংলাদেশ। এককালে এই গৌরব কলকাতা তথা পশ্চিমবঙ্গের ছিলো। সুনীল, সমরেশ, বুদ্ধদেব, শক্তি, জয়, বিনয় তারাই সেই কেন্দ্রের শেষ চিহ্ন।

বিরাট বিশাল ভারতের আরো অনেকগুলো প্রদেশের মতোই পশ্চিমবঙ্গও একটি প্রদেশমাত্র। হিন্দি ও ইংরেজির প্রবল চাপে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি খোদ কলকাতাতেই এখন ত্রাহি দশায় আছে। পশ্চিমবঙ্গের বাইরে তাদের সাহিত্য ও সিনেমার পাঠক, দর্শক বা ভোক্তা নেই। কারণ ভারতে সব প্রদেশেই এমন সাহিত্য ও সিনেমা বিরচিত হচ্ছে।

তাই পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের কাছে এখন বাংলাদেশই মক্কা বলে বিবেচিত হতে বাধ্য। তারা কেউ যদি এ  দেশের পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পায় তবেই সে পাবে একটা বিরাট দেশের পাঠককূল, তবেই তার কাটতি বাড়বে। ফলে বর্তমানের কলকাতাকেন্দ্রিক সাহিত্যের সাথে আজকের বাংলাদেশের সাহিত্যকে তুলনা করার আগে বাংলাদেশিদের অবশ্যই ভেবে দেখতে হবে।

রাজনৈতিকভাবে কলকাতার সাথে বাংলাদেশের বিচ্ছেদের পর কেটে গেছে সত্তর বছরের বেশি। এই সত্তর বছরে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে গেছে। ফলে স্বাভাবিকভাবেই একটি প্রদেশের আর একটি দেশের ভাবভঙ্গি-ভাষা ও প্রকাশে বিস্তর ফারাক ঘটে যাওয়াটাই স্বাভাবিক। একটু নিবিড় পাঠ ও পর্যবেক্ষণ করলেই সেই ফারাক প্রতীয়মান হয়ে ওঠে।

জীবন একটা অদ্ভুত অমূল্য উপহার। রোজ ভোরের সূর্যের মায়াবী কিরণের দিকে তাকিয়ে আমার খুব আনন্দ হয়, তুমুল বাঁচতে ইচ্ছে করে। ভোরের আলোর দিকে তাকালে আমার এই জন্ম দিয়ে অপরের জন্য কল্যাণকর কিছু করার আন্তরিক ইচ্ছে কাজ করে।

আপনারাও বাঁচুন। প্রাণভরে বাঁচুন। জীবনটাকে প্রতিযোগিতা বা রেসের ঘোড়া হিসেবে নেবেন না। কারো কাছে আপনার কিছু প্রমাণ করার নেই। অন্যের চোখে আপনি নিজের জীবনটাকে দেখবেন না। আপনি কারো চেয়ে ছোটও নন, বড়ও নন। আপনি একটি মায়াবী প্র¯্রবণ। মা প্রকৃতি পরম মমতা দিয়ে আপনাকে সৃজন করেছেন। অন্যের ক্ষতি না করে, অপরের অমঙ্গল না করে বাঁচার আনন্দে বাঁচুন, তুমুলভাবে বাঁচুন।

কবি আফরোজা সোমা, বিবিসি রেডিওতে নিউজ প্রেজেন্টার হিসেবে খ-কালীন কর্মী হয়ে কাজ করছেন ২০১৩  থেকে। ওমেন্স কর্নারকে দেয়া তার দীর্ঘ সাক্ষাৎকারের ছোট একটা অংশ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়