শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে আবারো তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি-আলোচনা শুরু

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে প্রায় ১৮ বছরের যুদ্ধাবসানে একটি শান্তিচুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সশস্ত্র রাজনৈতিক শক্তি তালেবান ও মার্কিন প্রতিনিধিরা। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহায় সোমবার আবারো আলোচনা শরু হয়েছে। এবারের বৈঠকে তালেবানের দোহা দফতরে নিয়োজিত ইনচার্জ মোল্লা আব্দুল ঘানি বারাদারও অংশ নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন বিশেষ প্রতিনিধি জালমি খালিলজাদ। আল-জাজিরা, ডন

৫১ বছর বয়সী তালেবান নেতা মোল্লা বারাদার সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি প্রায় ৮ বছর পাকিস্তানে বন্দি ছিলেন। গত বছর তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার শর্ত হিসেবে পাকিস্তানকে বারাদারের মুক্তির ব্যাপারে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। পরে বারাদারকে ছেড়ে দেয়া হলেও তাকে গত রোববার পর্যন্ত পাকিস্তান ত্যাগ করতে দেয়া হয়নি।

মোল্লা বারাদার ও আগের বৈঠকগুলোতে অংশ নেয়া আরো দু’জন তালেবান নেতা চলমান ৪ দিনের আলোচনায় অংশ নিয়েছেন। পঞ্চমবারের মতো শুরু হওয়া এই বৈঠকেই একটি শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন খালিলজাদ।

১৯৯৪ সালে তালেবান গঠনে এর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরকে সহায়তা করেছিলেন বারাদার। পরে ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার উৎক্ষাত হলে বারাদার পাকিস্তানে পালিয়ে যান এবং ২০১০ সালে তিনি সেখানে গ্রেফতার হন। তালেবানের সঙ্গে মার্কিন শান্তি আলোচনার অন্যতম শর্ত ছিলো বারাদারকে অন্তর্ভুক্ত করা তাই তার ওপর থেকে ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে এবং তিনি দোহা বৈঠকে অংশ নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়