শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ আর্চারির পাঁচ ইভেন্টে বাংলাদেশের স্বর্ণজয়ের লড়াই

সালেহ্ বিপ্লব : তৃতীয় আইএসএসএফ (ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন) ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপের পাঁচ ইভেন্টেরই ফাইনালে উঠেছে বাংলাদেশের আর্চাররা। আজ ইভেন্টগুলোতে স্বর্ণের লড়াইয়ে নামবে তারা| গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে ২৫ দেশের আর্চারদের এ প্রতিযোগিতা। গতকাল রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ও নারী, রিকার্ভ দলগত পুরুষ ও নারী এবং কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিকরা। বাসস বাংলা

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন রোমান সানা। ফাইনালে প্রতিপক্ষ ভারত। এ ইভেন্টে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। ফাইনালে তার প্রতিপক্ষ ইরান। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের অসীম কুমার, আবুল কাশেম মামুন ও শেখ সজিব। স্বর্ণজয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কম্পাউন্ড নারী দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়। ফাইনালে প্রতিপক্ষ ভারত। রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তামিমুল ইসলাম, রুবেল ও রোমান সানা। আজ এই ইভেন্টের ফাইনালেও প্রতিপক্ষ ভারত।

এছাড়া গতকাল ছয়টির মধ্যে তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগতে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী ৫-১ সেটে কাজাখাস্তানকে হারিয়ে কম্পাউন্ড পুরুষ এককে শেখ সজিব ১৪৩-১৪২ স্কোরে চাইনিজ তাইপের লিন চি উইকে এবং কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে শেখ সজিব ও সুস্মিতা বণিক ১৪৮-১৪৪ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জপদক জয় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়