শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাশ শনাক্তে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে পলাশের বাবাকে (ভিডিও)

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অপারেশনে নিহত পলাশ ওরফে মাহী বি জাহানের লাশ শনাক্তে তার বাবাকে ডাকা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে নিহতের বাবা পিয়ার জাহান সরদারকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশ্যে রওনা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনিরুজ্জামান জানান, রোববার রাতে পলাশের ছবি দেখে প্রাথমিকভাবে পিয়ার জাহান সরদার এটি তার ছেলের লাশ বলে পুলিশ প্রশাসনকে নিশ্চিত করেছেন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে সরাসরি শনাক্ত করতে পতেঙ্গা থানা পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিহত যুবক পলাশ তার একমাত্র ছেলে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (মিডিয়া) সাজ্জাদ রুমন জানান, পতেঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন লাশ শনাক্ত করার জন্য পলাশের বাবাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন জানান, সোনারগাঁ থানা পুলিশ পতেঙ্গা থানা পুলিশকে এ ব্যাপারে সহায়তা করছে। সূত্র: একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়