শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজউকের ওপর আল্লাহর অভিশাপ আছে: শিল্প প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার জন্য দায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাই আমি মনে করি রাজউক-এর ওপর আল্লাহর অভিশাপ আছে। এ সময় পাশে ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের পর আশু করণীয় নিয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় রাজউকসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার রাস্তা সম্প্রসারণের কথা বলতে গিয়ে কামাল আহমেদ মজুমদার রাজউকের প্রসঙ্গে চলে যান। তিনি বলেন, রাজউক ২০ ফুট রাস্তার পাশে ১৪-১৫ তলা ভবনের অনুমোদন কীভাবে দেয়। তারা (রাজউক) পরিকল্পনায় রাস্তার প্রশস্ততা রাখে এক রকম। পরে অর্থনৈতিক সুবিধা পেলে রাস্তা সরু করে ফেলে।

রাজউকের জমি অধিগ্রহণের বিপরীতে প্লট বুঝিয়ে দেয়ার কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অভিশাপের কথা উল্লেক করে বলেন, রাজউক আবাসন প্রকল্প করার জন্য মানুষের শত শত বিঘা জমি অধিগ্রহণ করে।
কিন্তু শর্তানুযায়ী অধিগ্রহণ করা জমির মালিকদের যে প্লট দেয়ার কথা, সেটা অনেক ক্ষেত্রেই দেয়নি। মানুষগুলো যুগের পর যুগ ঘুরছে। অনেকেই ভূমিহীন করেছে রাজউক।

বৈঠকে চকবাজারের অগ্নিকান্ডের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, যাদের লাইসেন্স নেই, তাদের ব্যবসা কেন করতে দেওয়া হলো। এ অবস্থা এক দিনে তৈরি হয়নি। সরকারি সংস্থার কর্মচারীরা ঠিকভাবে দায়িত্ব পালন করলে আজকে এ অবস্থা হতো না।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাসায়নিক পল্লির জমি তৈরি করে দেবে সরকার। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়