শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীর মলদ্বার থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বার থেকে এক কোটি টাকা সমমূল্যের দুই কেজি ওজনের ২০পিস স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার সকালে মাসুদ খান নামের ওই যাত্রীর মলদ্বার থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। সম্প্রতি বিভিন্ন পরিমানে স্বর্নের চালান উদ্ধার করা হলেও মলদ্বার থেকে উদ্ধার করা স্বর্ণ চালানের মধ্যে এটি সর্বোচ্চ বলে কাস্টম হাউস।

প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার অথেলো চৌধূরী জানান, সকালে আটক যাত্রী মাসুদ বিজি ০৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। ফ্লাইট থেকে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে অনুসরন করা হয় এবং গ্রীন চ্যানেল অতিক্রমের পর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি কোনো শুল্ক-কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে অস্বীকার করেন। এরপর আর্চওয়ে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করলে তার শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করা হয়। সেখানে তার মলদ্বারে স্বর্ন থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি। আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস এ্যাক্ট ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে যাত্রী মাসুদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়