শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রতিবন্ধীদের ক্ষমতায়নে বিনামূল্যে কম্পিউটার কোর্স শুরু

হারুন-অর-রশীদ: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্ট ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যাক্তিদের ক্ষমতায়নে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া ২০ দিনব্যাপী দ্বিতীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষনার্থীদের আবাসন ও যাতায়াত ভাতা, খাবার সুবিধাসহ প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১২ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হবে। প্রতি কোর্সে ২০ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক রাশেদুল হাসান কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসি প্রশিক্ষক (আইটি) মোঃ আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি অধ্যাপক মোশার্রফ আলী তার বক্তব্যে এসময় বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে দেশের জনগণকে সম্পদে পরিণত করার জন্য সমান অধিকার ও প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের দেশের সক্ষম সম্পদে পরিণত করছে।

তিনি বলেন, তোমরা প্রতিবন্ধী হিসেবে আর ভাবার সুযোগ নেই। তোমরাও দেশের উন্নয়নে অংশীদার। তোমার নিজের ভাগ্য গড়ার সময় ও সুযোগ বর্তমান সরকার তোমাদের করে দিয়েছে।

আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস বলেন, আমাদের প্রশিক্ষন কোর্স চলমান রয়েছে। আগামী ২০১০ সাল পর্যন্ত বৃহত্তর ফরিদপুরের সকল জেলার প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে ফরিদপুরে আঞ্চলিক কার্যালয়ে। একটি কোর্সে ২০ দিন প্রশিক্ষণ করানো হয়। তিনি বলেন, আমাদের কোর্স অনুযায়ী শিক্ষার্থী সংকট রয়েছে। সকল মহলের অবগতি ও তাদের প্রতি অনুরোধ রইলো আপনারা প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করবেন যাতে একটি শিক্ষার্থী এ প্রশিক্ষণ কোর্স থেকে বাদ না পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়