শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প টি-শার্ট ও কিম হেয়ারকাটের জনপ্রিয়তা তুঙ্গে !

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় সম্মেলন নিয়ে সাজসাজ রব চলছে ভিয়েতনামে। শুধুমাত্র নিরাপত্তাই নয়, হ্যানয়য়ের সব হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গিয়েছে, শহরজুড়ে উড়ছে দুই দেশের পতাকা ও ট্রাম্প-কিমের ছবি। আল জাজিরা।

বারগুলো ‘পিস নেগোসিয়েশন’ খচিত গ্লাসে পরিবেশন করছে ড্রিংক। দোকানগুলো বিক্রির জন্য তুলেছে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের ছবি সম্বলিত টি-শার্ট। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের আদলে ভিয়েতনাম মেতেছে ট্রাম্প-কিম চুলের কাটে। এমনকি হেয়ারড্রেসাররা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি চুলের কাটের অফার দিচ্ছেন। তারা বলছেন, ‘ট্রাম্প-কিম শান্তির জন্য আসবেন। তাদের আমাদের আতিথেয়তা দেখাতে চাই। বোঝাতে চাই আমরা কেমন।’ ৯ বছরের তু গিয়া হারির পছন্দ কিম কাট, অন্যদিকে ৬৬ বছরের লি পু হেই চুলকে কালার ও কেটেছেন ট্রাম্প-লুকে।
ইতোমধ্যেই সম্মেলন শুরু আগে হ্যানয়তে পৌঁছে গিয়েছেন হুবহু কিমের চেহারার আদলের হুয়াড এক্স ও ট্রাম্পের আদলের রাসেল হোয়াইট। হ্যানয়ের মেট্রোপলিটন হোটেলে দাঁড়িয়ে একসঙ্গে পোজ দিয়েছেন তারা। স্থানীয় ও পর্যটকরা ভিড় জমাচ্ছেন তাদের সঙ্গে ছবি তুলতে। গত বছর সিঙ্গাপুরের সম্মেলনেও তাদের দেখা গিয়েছিলো।

২৭-১৮ তারিখের এই সম্মেলনকে সামনে রেখে বিমানবন্দরে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হ্যানয়ের প্রকাশ্য ও নির্দিষ্ট স্থানে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ২৮ বছরের কৃষক ভু ভ্যান ডং বলেন, ‘সম্মেলনের কারণে রাস্তা বন্ধ থাকায় বাড়ি বাড়ি গিয়ে পণ্য দিচ্ছি। ব্যবসা খারাপ যাচ্ছে। তবে বিশ্বে শান্তি চাই।’

ভিয়েতমানের পর্যটন, সংস্কৃতি ও খেলাধূলো বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি নির্বাহী পুয়াং হোয়া নুয়েন বলেন, ‘ট্রাম্প কিম সম্মেলনকে কেন্দ্র করে গণমাধ্যমের নজর হ্যানয়য়ে থাকবে। এটি ভিয়েতনামকে পর্যটন ও বিনিয়োগের জন্য আর্কষণীয় ও নিরাপদ শহর হিসেবে দেখানোর সেরা সুযোগ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়