শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনায় একটি আধুনিক, বিজ্ঞানসম্মত দেশ গড়ে আহ্বান আওয়ামী লীগের নেতাদের

জিয়াদ্দিন রাজু : বঙ্গবন্ধুর চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু উপাধি ৫০ বছর উপলক্ষে আলোচনা সভায় নেতারা এআহবান করেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময়কার স্মৃতিচারণ করেন।  তিনি বলেন, প্রতিবছরই দিন যখন আসে আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে। এটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সেই সময় আমি ছিলাম একজন সৌভাগ্যবান যুবক যিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে করতে পেরেছিলাম। ' স্বাধীনতা বঙ্গবন্ধু মনের মধ্যে সব সময়ি ছিল। এটা তিনি কোনদিন ভুলেননি'।   বর্তমানেও উদ্দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি বলেন, যারা ষড়যন্ত্র করার তারা করছে। তারা থামবে না।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে অন্য একটি প্রতিপক্ষের এটি ভালো লাগছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিডিআর বিদ্রোহ নিয়ে অধিকতর তদন্তের দাবি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি পক্ষ বিশেষ সুবিধা পেয়েছে, সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সুতরাং এত বড় ঘটনায় সরকার কখনো সুবিধা পেতে পারে না। এছাড়া এ ঘটনায় আওয়ামী লীগ নেতা- কর্মীদের অনেক আত্মীয়স্বজন নিহত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিআর বিদ্রোহের ঘটনার অধিকতর তদন্তের দাবি করেছেন। যদি অধিকতর তদন্ত করাই হয়, তবে খালেদা জিয়া সহ তাদের দলের অন্যদের নামও আসতে পারে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না  উল্লেখ করে তিনি বলেন, ঐক্যফ্রন্টের গণশুনানিতে সবাই গণ ভূমি ব্যস্ত ছিলেন নাক ডেকে ঘুমাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধুর চেতনায় একটি আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের আক্ষরিক গঠন বঙ্গবন্ধুর পরিকল্পনায় হয়েছিল উল্লেখ করে তিনি  বলেন, যেভাবে প্রকৌশলীরা একটি ভবনের নির্মাণের পরিকল্পনা করে বঙ্গবন্ধুও দেশের বিচার, পার্লামেন্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সেভাবেই পরিকল্পনা করতেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও সাবেক ডাকসু নেতা লিয়াকত আলী লাকী ছাত্রলীগকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বোঝা নয় সম্পদ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন সে উচ্চতা কে ধারণ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাকে দেশ প্রেম শিখিয়েছিলেন পরোক্ষভাবে।  জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে চকবাজারের চুড়িহাট্টায় নিহত ও অগ্নিদগ্ধদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়াকর্মী ও চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  আলোচনাসভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়