শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেসের সঙ্গে মহাজোট নয়, জানালেন কেজরিওয়াল- টাকায় বিক্রি হবেন না, দলকে মমতা

রাশিদ রিয়াজ : ভারতের আমআদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন তার দলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনও মহাজোট হচ্ছে না। রাজধানীতে একাই লড়বে আম আদমি পার্টি। আর এক্ষেত্রে তারা অনড়। তিনি এও বলেন, নিজেদের মধ্যে তিক্ততা থাকা সত্ত্বেও ক্ষমতা থেকে মোদী-অমিত শাহকে সরানোর জন্যে তিনি কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনের জন্যে হাত মেলাতে তৈরি ছিলেন। কেজরিওয়ালের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ দেশের অর্থনীতিকে নষ্ট করে ফেলেছেন। পাকিস্তান যা ৭০ বছরে পারেনি, তারা ৫ বছরেই করেছেন... ভেঙে ফেলেছেন দেশের ঐক্য।

কংগ্রেস এই প্রস্তাবে রাজি না হওয়ায়, সব দরজা বন্ধ হয়ে গেছে বলেই জানান কেজরিওয়াল। তিনি এও বলেন, কংগ্রেসের এই মনোভাব আদতে বিজেপি-কেই সাহায্য করছে। প্রসঙ্গ তোলেন উত্তর প্রদেশেরও। তবে তিনি নিশ্চিত, দিল্লিতে আম আদমি পার্টি আসন্ন নির্বাচনে জিতবেই।

এদিকে টাকায় বিক্রি হবেন না, তৃণমূলের কোর কমিটির বৈঠকে দল বাঁচানোর ডাক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তার অভিযোগ, দলের প্রাক্তন কয়েক জন নেতা যারা বিজেপি’তে যোগ দিয়েছেন, তারা ফোন করে তৃণমূলের নেতাদের বিজেপি’তে নেওয়ার চেষ্টা করছেন।

একই সঙ্গে কলকাতায় তৃণমূলের কোর কমিটির বৈঠকে দলে ভাঙন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, দলের প্রাক্তন কয়েক জন নেতা যারা বিজেপি তে যোগ দিয়েছেন, তারা ফোন করে তৃণমূলের নেতাদের বিজেপি-তে নেওয়ার চেষ্টা করছেন। মমতার স্পষ্ট ইঙ্গিত মুকুল রায়ের দিকে। এ দিনও নাম না করে এই বিজেপি নেতাদের ‘গদ্দার’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়