শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বকে সামনে রেখে তারুণ্য নির্ভর ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ দলে পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ও আরামবাগের অনেক ফুটবলার জায়গা পেয়েছেন।

২২-২৬ মার্চ বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নিবে বাংলাদেশ। বি গ্রুপে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ প্যালেস্টাইন, বাহরাইন ও শ্রীলঙ্কা।

এর আগে গেল বছরে এশিয়ান গেমসে ইতিহাস গড়া বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের দু’জন বাদ পড়েছেন এএফসির স্কোয়াড থেকে। নেই ফজলে রাব্বী ও সাদ উদ্দিন।

নতুনভাবে উদীয়মানদের মধ্যে ডাক পেয়েছেন ফয়সাল আহমেদ, মাসুক উদ্দীন আহমেদ চৌধুরী, মনির হোসেন, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, পাপ্পু হোসেন, মোহাম্মদ আল-আমিন, আরিফুর রহমান ও সারওয়ার জামান নিপু, রকি, সুজন, সোহানুর রহমান, রাকিব হোসেন ও আশরাফুল ইসলাম।

এএফসি অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল:
ঢাকা আবাহনীর-নাইম মিয়া, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ, শেখ জামালের- মাসুক উদ্দীন আহমেদ চৌধুরী ও মনির হোসেন, সাইফ স্পোর্টিং ক্লাবের- পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, মোহাম্মদ আল-আমিন, জাফর ইকবাল ও মোহাম্মদ সাধীন, শেখ রাসেল ক্রীড়া চক্রের-বিশ্বনাথ ঘোষ ও বিপলু আহমেদ, আরামবাগ ক্রীড়া সংঘের- মাহফুজ হাসান প্রীতম, রকি, সুজন, রবিউল হাসান, আরিফুর রহমান ও সারওয়ার জামান নিপু, বসুন্ধরা কিংসের- আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, ও সোহানুর রহমান, রহমতগঞ্জের রাকিব হোসেন ও নোফেল স্পোর্টিং ক্লাবের আশরাফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়