শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনর্বাসন না করে বিনা কারণে গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়েনের

শিমল মাহমুদ: হকারদের পুনর্বাসন না করে বিনা কারণে গ্রেফতার-হয়রানি বন্ধেরও দাবি জানায়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়েন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটি এ দাবি জানান।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি রুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমাদের দেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ লুটপাট করে খায়, আর এক ভাগ মেহনত করে খায়। আজকে যারা মেহনত করে খায় তাদের পেটে লাথি মারছে সরকার।

এ সময় সরকারের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, হকারদের উচ্ছেদের কাজ বাদ দিয়ে যারা আবাসিক এলাকায় কেমিক্যাল রাখে, গুদাম করে রাখে তাদের উচ্ছেদের ব্যবস্থা করেন। গরিব মানুষের পেটে লাথি না মেরে, যারা দুর্নীতিবাজ হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

সেলিম বলেন, ফুটপাত হকার উচ্ছেদ করছেন কিন্তু ফুটপাত থেকে গরিব মানুষ যে জিনিস পত্র কিনে নিয়ে যায়। যাদের বড় বড় শপিংমল থেকে কেনা কাটা করার সমর্থ নাই তারা কেমনে কিনা কাটা করবে? পাশের দেশ ভারতে, হকারদের জন্য আইন করা হয়েছে। সেখানে বলা আছে ফুটপাতের এক তৃতীয়াংশ হকাররা ব্যবহার করতে পারবে। দিল্লিতে ,কলকাতায় যদি এই আইন থাকে। তাহলে বাংলাদেশে কেন এ আইন থাকবে না, আমি জানতে চাই।

তিনি আরও বলেন, সারাদেশে ১০ লাখ হকার আছে। তাদের পরিবার পরিজন নিয়ে প্রায় ১ কোটি হবে। তাদের উচ্ছেদ করলে এ ১ কোটি লোক খাবার পাবে কোথা থেকে?

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকান্দার হোক, উপদেষ্টা হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বাম নেত্রী জুলি তালুকদার, কবির হোসেন, আব্দুল্লাহ আল কাফী রতন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়