শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর ও কিসমিশ জব্দ

মাসুদ আলম : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ দুম্বা ও মহিষের মাংস এবং খেজুর ও কিসমিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে র‌্যাব-২ এর একটি দল তেজগাঁও বাবলি মসজিদ সংলগ্ন শিকাজু ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস হিমাগার ও দেশি এগ্রোফিডে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদকারীদের ৩২ লাখ টাকা জরিমানা ও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, অভিযানকালে দেখা যায়, প্রায় ৮শ মণ মেয়াদোত্তীর্ণ মাংস এখানে মজুদ করে রাখা হয়েছে। এরমধ্যে ৫০০ মণ দুম্বা ও ৩০০ মণ মহিষের মাংস। এর বাইরে ১২শ মণ খেজুর ও কিসমিশ ১শ মণ জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ কিসমিশ এখানে মজুদ করে রাখা হয়েছে। আর ২০০৬ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া শুরু করে ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণ খেজুর এখানে মজুদ রাখা হয়েছে।

অন্যদিকে দুম্বা ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ। মহিষের মাংস আরো দেড় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এসব মাংস, খেজুর ও কিসমিশ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপারশপগুলোতে সাপ্লাই দিয়ে আসছিল তারা। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মজুদ দণ্ডনীয় অপরাধ। এজন্য দেশি এগ্রোফিড ও শিকাজু হিমাগারকে ৩২ লাখ টাকা জরিমানা এবং এগ্রোফিড এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ মোট ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী, প্রাণিসম্পদ অধিদফতরের ডা. মো. এমদাদুল হক তালুকদার, ডা. ফজলে রাব্বি ম-, ডা. রিগ্যান মোল্লা, ফারহানা রিসাসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়