শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে ৫ টি ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৫টি গ্রাম

স্বপন দেব: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রাম থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত এক সপ্তাহের দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে গেছে। এতে করে ৫টি গ্রাম ৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। ফলে এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ ফেরুয়ারি রবিবার গভীর রাতে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর, গোপালনগর ও নাগড়া গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন দুইটি ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। অপর দিকে ১৭ ফেব্রুয়ারি জাঙ্গালীয়া ও কামারছড়া গ্রাম থেকে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার চুরি হয়। গোপালনগর গ্রামের গ্রাহক জহিরুল ইসলাম জানান, এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে সব মিলিয়ে এক লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে। তিনদিন ধরে গ্রাম তিনটি অন্ধকারে রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল কার্যালয়ের এজিএম মো. উবাদুল হক বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ট্রান্সফরমার চুরির রোধে আমরা মাইকিং করেছি তার পর সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার চুরি করছে। ট্রান্সফরমার মূল্য গ্রাহকরা পরিশোধ করলে পুনরায় সেখানে ট্রান্সফরমার লাগানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়