শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানি গায়ক’ তাই সালমানের সিনেমা থেকে বাদ পড়লো আতিফ আসলাম

সাইফুল টিটো: ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার জেরে ক্ষোভে ফেটে পড়েছে যেন সেখানকার প্রতিটি নাগরিক। সে ক্ষেভের ছোঁয়া লেগেছে বি-টাউনেও। ন্যাক্কারজনক ঐ ঘটনার নিন্দা করে একাধিক বলিউর অভিনেতা শহিদদের পরিবার কে অনুদানও দিয়েছেন।

নিজেদের মতো করে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বলিউডের সঙ্গে যুক্ত অন্যান্য সংগঠনগুলোও। অন্যান্য তারকাদের মতো শহিদ পরিবারদের পাশে দাঁড়িয়েছেন বলিউড স্টার সালমান খানও। শুধু তাই নয় তার আপকামিং ছবি ‘নোটবুক’ থেকে তিনি বের করে দিলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলামকেও। এই ছবির প্রযাজক সালমান খান নিজেই।

সালমান তার প্রোডকশন হাউজের ছবি থেকে পাকিস্তানি এই গায়কের গান বাদ দিতে বলেছেন এমন তথ্যই জানাচ্ছে পিঙ্ক ভিলার একটি রিপোর্ট। ইতিমধ্যেই পুলওয়ামার ঘটনার জের পাকিস্তানি তারকাদের উপর পড়তে শুরু করেছে। অনেক শিল্পীকেই ইতিমধ্যেই ব্যান করেছে বলিউড।

পাকিস্তানে নিজেদের সিনেমা রিলিজ দেবেন না বলে জানিয়েছেন টোটাল ধামাল ছবির প্রযোজকেরাও। করাচি যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাভেদ আখতার এবং শাবানা আজমি। পাক তারকাদের সাথে আর কোন কাজ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স এসোসিয়েশন। তারপরেও যদি কেউ পাক তারকাদের সঙ্গে কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে অডঈডঅ কড়া পদক্ষেপ নেবে। খবর: পিঙ্ক ভিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়