শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীদের নির্বাচনী অভিযোগ বিষয়ে রাষ্ট্রদূতদের জানিয়েছে ঐক্যফ্রন্ট নেতারা

শাহানুজ্জামান টিটু : বাংলাদেশে নিযুক্ত বিদেশী কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতাীয় ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়ার হাই কমিশনার ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অপর দিকে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা। এ বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে বৈঠক সূত্রে জানা গেছে, কুটনীতিকদের সঙ্গে এই বৈঠকটি নিয়মিত বৈঠকেরই অংশ। এটা সরকারও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে করে থাকে। যেহেতু বিএনপি বা ঐক্যফ্রন্ট সরকারে নেই একারণে বিদেশী বন্ধু রাষ্ট্রগুলো আমাদের কাছে জানতে চায়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের গণশুনানীর বিষয়ে কুটনীতিকরা জানতে চেয়েছে। এবিষয়ে তাদেরকে জানানো হয়েছে। অন্যদিকে সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনে অংশ না করার বিষয়ে ঐক্যফ্রন্ট থেকে জানানো হয়েছে ৩০ ডিসেম্বর নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হতে চলেছে। ফলে এই নির্বাচনে না যাওয়াটা যুক্তিযুক্ত মনে করে ঐক্যফ্রন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়