শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাসের চাপায় স্বপন নামের একজন লাইনম্যান নিহত হয়েছেন

ফাহিম বিজয় : রাজধানীর যাত্রাবাড়ির জনপথ মোড়ে দুই বাসের চাপায় স্বপন (৩০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। তিনি সায়েদাবাদ বাস টার্মিনালের একজন লাইনম্যান। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউন

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বপন যাত্রাবাড়ির ধলপুর সুতিখালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জনপথ মোড়ে বলাকা পরিবহন ও আল মোবারাক পরিবহনের দুটি বাসের মাঝে পড়ে স্বপন গুরুতর আহত হন। পরে সহকর্মী নুর মোহাম্মদ বাবুসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর পৌনে একটায় স্বপন মারা যান। এসআই মো. রেজাউল করিম বলেন, দুই বাসের মাঝে চাপা পড়ে নামে একজন পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। তিনি সায়েদাবাদ টার্মিনালে একটি কাউন্টারে লাইনম্যান হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। তিনি জানান, স্বপনের বাবার নাম মৃত আলম চান। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার স্ত্রীর নাম প্রিয়া আকতার।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়