শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাজীবন শ্রমিক রাজনীতি করলেও তাদের ঐক্যবদ্ধ করতে পারি নাই : মেনন

ইউসুফ আলী বাচ্চু : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা সহজ হতো। সারাজীবন শ্রমিক রাজনীতি করলেও তাদের ঐক্যবদ্ধ করতে পারি নাই।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ঐক্যবদ্ধ কোনো আন্দোলনই বৃথা যায়না। শ্রমিকের ঘামেই আজ সমাজ ও রাষ্ট্র উন্নতির শিখড়ে পৌছাচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে শ্রমিকদের জীবনমান আরো উন্নত হতো। বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার একাদশ জাতীয় নির্বাচনে শ্রমবান্ধব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মহান মুক্তিযুদ্ধে শ্রমিক-কর্মচারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে রাশেদ বলেন, নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি।

তিনি শ্রমিক-কর্মচারীদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে আজ কালো ধোয়া। এরজন্য শ্রমিক ও ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। অবহেলিত নির্মাণ শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য তিনি বর্তমান সংসদে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি-দাওয়া তুলে ধরার অভিমত প্রকাশ করেন।

রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়