শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ হেরে ভক্তদের তোপের মুখে ধোনি

স্পোর্টস ডেস্ক: রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারে ভারত। ভারতের এই হারের কারন হিসেবে মহেদ্র সিং ধোনিকে দায়ী করছে ক্রিকেট ভক্তরা। ৩৭ বলে ২৯ রান করেন ধোনি। স্ট্রাইক রেট ৭৮.৩৭।

ধোনির টি-টোয়েন্টিতে এই মন্থর ইনিংস যেটা তার নামের পাশে বেমানান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হারের পর তাই ফ্যানেদের কাঠগড়ায় ধোনির মন্থর ইনিংস। সোশ্যাল মিডিয়া জুড়ে ধোনিকে নিয়ে তুমুল সোরগোল। ক্ষুদ্ধ ফ্যানেদের মুখে একটাই স্লোগান, ‘ধোনি এখন ফিনিশড, অবসর নিন এবার।’

পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ২৯ রানে অপরাজিত থাকেন ধোনি। স্কোরকার্ডের দিকে চোখ রাখলে লোকেশ রাহুলের অর্ধশতরানের পর ধোনির দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। কিন্তু এই ২৯ রান হাঁকাতে গিয়েই ৩৭ বল খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৩৭ বল খেলে মাত্র একটি ছক্কা হাঁকাতে পেরেছেন। এমন মন্থর ইনিংসের পরই ধোনির ফ্যানবেসের একটা বড় অংশ ধোনিকে অবসর নেওয়ার অনুরোধ জুড়েছেন।

ম্যাচের শেষদিকে ভারতীয় ইনিংসে ব্যাটিং ধস নামলে সিঙ্গেল রান নেওয়া বন্ধ করে দেন দেশের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েও ধোনিকে বিঁধেছে ক্রিকেট ফ্যানরা। ১৭তম ওভারে পঞ্চম বলে ১০৯ রানের মাথায় ভারতের সপ্তম উইকেট ছিটকে যায়। এরপর উইকেট বাঁচিয়ে শেষ বল পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ধোনি। টেলেন্ডারদের ঝুঁকির মুখে ঠেলে না দিয়ে যতটা সম্ভব নিজে ব্যাটিং করেন মাহি। এতেই একাধিক সিঙ্গেল রান নেওয়ার সুযোগ হাতছাড়া হয়। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১২৬ রান তোলে ভারত। ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহি।

স্বল্প রানের এই পুঁজি নিয়েই অজিদের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত লড়াই করে কোহলির দল। শেষ পর্যন্ত থ্রিলার ম্যাচের শেষ বলে দু’রান নিয়ে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় অজিরা। এতেই ধোনির সিঙ্গেল রান না নেওয়ার সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন ফ্যানেরা। নেটিজেনের বড় অংশের মত ধোনির ব্যাটে সেই পুরনো মেজাজ নেই। ভারতীয় দলে ধোনির সময় শেষ বলেই মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়