শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতৃত্বের ব্যর্থতা থেকেই বিডিআর বিদ্রোহ মনে করেন মইনুল ইসলাম

কেএম নাহিদ : নেতৃত্বের ব্যর্থতা থেকেই বিডিআর ট্র্যাজেডি হয়, এমন মন্তব্য করেছেন পুনর্গঠিত বিজিবির প্রথম মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মইনুল ইসলাম। চ্যানেল আইর সঙ্গে একান্ত সাক্ষাতে এ কথা বলেন তিনি।

মইনুল ইসলাম বলেন, বিদ্রোহের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বিডিআর সদস্যদের মনোবল ফিরিয়ে আনা। পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা ফিরে এসেছে নতুন নামে আসা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি’তে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় যখন স্তব্ধ পুরো দেশ, তখন ২৭ ফেব্রুয়ারি বিডিআর প্রধান হিসেবে যোগদান করেন, তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলাম। পরে মেজর জেনারেল এবং লেফটেনেন্ট জেনারেল হয়ে অবসরে যান তিনি। বিডিআরের ইতিহাসে সবচেয়ে কঠিনতম সময়ে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, কমান্ড ফেইলিওর ছিলো। একটা লিফলেট কিন্তু তার আগে ছাপানো হয়েছিল। ঘটনার পরবর্তীতে দেখা গিয়েছে যে, এই লিফলেটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বড় বড় অফিসারের গাড়ির চালক বা অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, তারা কিন্তু আকারে ইঙ্গিতে এটা বিভিন্ন লোকের সঙ্গে শেয়ার করেছে। ‘বেশি দিন থাকবে না’, ‘দিন শেষ হয়ে আসছে’, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসটাকে আমাদের বড় একটা প্যারেডকে সামনে রেখে আমি মনে করি আন্ডারপ্লে করা হয়েছে। এই বিষয়টাকে আমি মনে করি যে কার্পেটের নিচে ধামাচাপা দেওয়াটা অনেকের অনাকাঙ্খিত মৃত্যুর কারণ হয়েছে বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়