শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোঁকা দেওয়ার অভিযোগে সোনাক্ষীর বিরুদ্ধে মামলা

মুসফিরাহ হাবীব: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে দায়ের হয়েছে এফআইআর। একটি অনুষ্ঠানের জন্য মোটা অংকের অগ্রিম রুপি নিয়ে পরে তাতে না গিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার নামে।

মুরাদাবাদের ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সোনাক্ষী সিনহা তাদের কাছ থেকে ৩২ লাখ রুপি নিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছেন। প্রতিষ্ঠানটির মালিক এ প্রতারণার অভিযোগে সোনাক্ষীর সঙ্গে আরো চারজনের বিরুদ্ধেও এফআইআর করেছেন।

পুলিশ জানায়, গত বছর ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানি’ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল সোনাক্ষীর।চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সোনাক্ষী সিনহার ব্যাংক অ্যাকাউন্টে ৩২ লাখ রুপিও জমা দেয়।অনুষ্ঠানে সোনাক্ষীসহ আরও চারজনের অংশ নেওয়া কথা ছিল।

কিন্তু হঠাৎ সোনাক্ষী মত বদলানোয় রীতিমতো বিপাকে পড়েন কোম্পানির মালিক প্রমোদ শর্মা। আর্থিকভাবেও আয়োজকদের প্রচুর ক্ষতি হয়। এরপরই সোনাক্ষী সিনহাসহ অন্যদের বিরুদ্ধে প্রমোদ শর্মা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়