শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন তালেবান নেতা মোল্লা বারাদার

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে প্রায় ১৮ বছরের যুদ্ধাবসানে একটি শান্তিচুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সশস্ত্র রাজনৈতিক শক্তি তালেবান ও মার্কিন প্রতিনিধিরা। তবে কাতারে তালেবানের রাজনৈতিক দফতরে নিয়োজিত ইনচার্জ মোল্লা আব্দুল ঘানি বারাদার কোন বৈঠকে যোগ দিতে না পারায় শান্তি আলোচনা শুরু করা যাচ্ছিলো না। অবশেষে শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন বারাদার। বিবিসি, ডন

৫১ বছর বয়সী তালেবান নেতা মোল্লা বারাদার সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি প্রায় ৮ বছর পাকিস্তানে বন্দি ছিলেন। গত বছর তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার শর্ত হিসেবে পাকিস্তানকে বারাদারের মুক্তির ব্যাপারে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। পরে বারাদারকে ছেড়ে দেয়া হলেও তাকে এখনো পাকিস্তান ত্যাগ করতে দেয়া হয়নি।

গতমাসে কাতারে মার্কিন বিশেষ প্রতিনিধি জালমি খালিলজাদের দলের সঙ্গে তালেবানের ৬ দিন ব্যাপী আলোচনা হয়। তাতে বেশ অগ্রগতি হয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছিলো, তবে বিস্তারিত জানায়নি কেউই।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী বৈঠকটি হওয়ার পরিকল্পনা থাকলেও কাবুল প্রশাসনের বাধা ও আরো কিছু প্রতিবন্ধকতা থাকায় তা বাস্তবায়ন হয়নি। তাই তালেবান এবার আফগান প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করবে বলে জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন ১৪ হাজার সৈন্য প্রত্যাহারে আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরু করতেই কাতারে অনুষ্ঠিতব্য আজ সোমবারের বৈঠকে সংগঠনটির নেতা বারাদার যোগ দিচ্ছেন বলে তালেবান জানিয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পর থেকে তাদের সঙ্গে যুদ্ধে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীরই প্রায় ৪৫ হাজার সৈন্য নিহত হয়েছে বলে গতমাসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়