শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাল্গুনের সকালে টিপ টিপ বৃষ্টি, রোকেয়া স্মরণী এলাকায় প্রচণ্ড যানজট

ইসমাঈল হুসাইন ইমু : সোমবার ভোর থেকে রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। এরপর ৬টার দিকে শুরু হয় টিপ টিপ বৃষ্টি। এই বৃষ্টি কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি নামে। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থাকতে পারে।

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর রোকেয়া স্মরণী এলাকায় দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই এলাকায় মেট্রেরেলের কাজ চলমান থাকায় অনেক স্থানেই কাটা রয়েছে রাস্তা। পিলারের জন্য খোড়া জায়গা থেকে কাদামাটি ছড়িয়ে পড়েছে পুরো রাস্তায়। পথচারীদের পায়ে হেটে যেতে বেগ পেতে হচ্ছে। রাস্তা স্যাঁতসেতে হয়ে যাওয়ায় মোটর বাইক চালকদের ধীরগতিতে বাইক চালাতে দেখা গেছে। আর এ কারণে ওই সড়কে সকাল থেকেই যানজট লেগে ছিল। সকাল ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেগম রোকেয়া স্মরণীর যানজট তীব্র আকার ধারণ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়