শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার শেষদিন কাল, মাঠে নামছেন ৫০ ম্যাজিস্ট্রেট

কালাম আঝাদ: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের নবগঠিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার রাত ১২টায়। সিটি করপোরেশনের নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালই মাঠে নামছেন ৫০ জন ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায়। নির্বাচনের ৩২ ঘণ্টা আগে থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ রাখার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার রাত ১২টার পর কোনো প্রার্থী মাঠে থাকতে পারবেন না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, শাফিন আহমেদ লাঙল, আব্দুর রহিম (স্বতন্ত্র প্রার্থী) টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান বাঘ প্রতীক পেয়েছেন।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ১২৪ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম। একইসঙ্গে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রার্থীর জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।

মাঠে নামছেন ম্যাজিস্ট্রেট :
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন।

২৪ ফেব্রুয়ারি প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচন উপলক্ষে ম্যাজিস্ট্রেটরা মাঠে নামছেন কাল মঙ্গলবার। তারা পহেলা মার্চ পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রসঙ্গত, আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় গত ২২ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন ইসি সচিব হেলালুদ্দীন আহমদের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়