শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নে বহিঃবিশ্ব খারাপ বার্তা পেলো, বললেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম

মারুফুল আলম : এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দুর্বলতা নিয়ে সমালোচনা নতুন কিছু নয়, তবে আন্তর্জাতিক ফ্লাইটে প্রথমবারের মতো ছিনতাইয়ের চেষ্টায় মানুষ আশ্চর্য হয়েছে এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ব একটি খারাপ বার্তা পেলো।

সোমবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৬ সালে যুক্তরাজ্য নিরাপত্তায় দুর্বলতার অজুহাতে ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছিলো। এরপর দুই বছর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন করা হলে ব্রিটিশ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে ঢাকা থেকে কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়।

ওয়াহিদুল হক বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়া মানে এই নয় যে, তারা সারাজীবনের জন্য সন্তুষ্ট থাকবে। আরো আধুনিক ব্যবস্থা নেয়া বা ডিজিটাল ব্যবস্থা আরো উন্নত করা উচিত ছিল। এসব বিষয়েও বহিঃবিশ্বে আবারো নেতিবাচক প্রশ্ন আসতে পারে বলে তিনি মনে করেন।

বিমানবন্দরে এতো সিসি ক্যামেরা, একাধিক স্ক্যানিং মেশিন এবং এতো গোয়েন্দা নজরদারি কিভাবে ব্যর্থ হলো জানতে চাইলে ওয়াহিদুল হক বলেন, নিরাপত্তার ঘাটতি হয়েছে, এটা নিশ্চিত। স্ক্যানিং মেশিনে হোক বা ঘটনার পেছনে কেউ থাকুক, বা অন্য কোনো বিষয় থাকুক, কোনো না কোনোভাবে নিরাপত্তার বড় ধরনের ঘাটতি হয়েছে।

তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাঈম হাসান সংবাদ সম্মেলনে নিরাপত্তা ইস্যুতেই সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েছিলেন। তার বক্তব্য ছিলো একটাই, তা হচ্ছে, ‘আমরা তদন্ত করব। সিসিটিভি আছে, সেটি চেক করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়