শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার কখনোই আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা করেনি কারণ চীন সবসময় ওই দেশকে সমর্থন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্র্যাসি ও এটিএন বাংলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজকে ৭১ টিভিতে এ সংক্রান্ত এক প্রতিবেদনে তিনি বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে কান্ট্রি স্পেসিফিক রেজ্যুলেশন হয়েছে। অনেক ধরনের অবরোধ হয়েছে। মিয়ানমার সরকার এগুলো সব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কারণ, চীন তাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে।’

এদিকে ডিবেট ফর ডেমোক্র্যাসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আশার কথা হচ্ছে এই ইস্যুতে রাশিয়া ও চীন তার আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। এই সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, চীন ও ভারতকে বুঝাতে হবে রোহিঙ্গা সংকট দীর্ঘদিন বজায় থাকলে তা তাদের জন্যও ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন জাতিসংঘে কোনও সংকট উত্থাপন করলেই তার সমাধান হয়ে যায়। কিন্তু এই বিষয়ে আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৮ সালে গঙ্গার পানিবণ্টন নিয়ে আমরা জাতিসংঘে গেলেও ভারত তখন জাতিসংঘের কোনও চাপ ভ্রুক্ষেপ করেনি। ঠিক একইভাবে ইরান-ইরাক এবং সিরিয়া সংকটও কিন্তু জাতিসংঘ সমাধান করতে পারেনি।

শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা রোহিঙ্গা সংকটের সুন্দর সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে তিনি জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বড় জটিল এবং এর কোনও একরতফা সমাধান নেই। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা চালাতে হবে।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফাইনালে বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভারসিটি।সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়