শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে আগুনে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিহত ১ লাখ আহত ৫০ হাজার 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় নিহত ২৫ ও আহত ১০ শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ‘আহতদের মধ্যে ১০ জন ও নিহতদের মধ্যে ২৫ জন শ্রমিক রয়েছেন।'

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই শ্রমিকদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘আহতদের মধ্যে ১০ জন ও নিহতদের মধ্যে ২৫ জন শ্রমিক রয়েছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে একলাখ এবং আহতদের ৫০ হাজার করে টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে, ২২ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের তালিকা তৈরি করে দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

এছাড়া, দুর্ঘটনা কবলিত এলাকায় মন্ত্রণালয়ের করণীয় কী তা নির্ধারণে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ। এই কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে— এই কমিটি পুরান ঢাকা এলাকার (চকবাজার, লালবাগ, কামরঙ্গীচর, বংশাল, হাজারীবাগ, কোতোয়ালি) কারখানা ও প্রতিষ্ঠানের সংখ্যা, প্রতিষ্ঠানের ধরন ও প্রকৃতি, ব্যবহৃত কাঁচামালসহ তালিকা তৈরি করতে হবে। ওই এলাকায় বিগত বছরগুলোতে কতগুলো কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন হয়েছে কিনা, না হয়ে থাকলে তার কারণ চিহ্নিত করতে হবে। ওই এলাকায় প্লাস্টিক ও কেমিক্যাল কারখানাগুলোর ঝুঁকি নির্ধারণ ও নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় আগুনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক মানুষ। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়