শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মায়ের সুরেলা পথে মেয়ের যাত্রা

ডেস্ক রিপোর্ট : রেকর্ডিং স্টুডিওতে মা ও মেয়েজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার পরিচয় করিয়ে দিলেন নতুন গায়িকাকে। নবীন এ শিল্পীর নাম মার্জিয়া বুশরা রোদেলা।

গানের চেয়েও এ দুজনের মাঝে বড় যোগসূত্র তারা মা-মেয়ে। মাত্র ১১ বছর বয়সে প্রকাশ হচ্ছে ন্যানসির মেয়ে রোদেলার গাওয়া গান।
মায়ের উৎসাহ নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি কণ্ঠে নিয়েছেন রোদেলা। এতে সরাসরি না গাইলেও হামিংয়ে পাওয়া যাবে ন্যানসিকে। গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে এটির রেকর্ডিং হয়েছে বলে জানান ন্যানসি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোদেলাকে স্টুডিও ঘরে দাঁড়ানোর পর আমার প্রথম গানের রেকর্ডিংয়ের কথা মনে পড়ে গেল। ভেবেছিলাম, সে হয়তো নার্ভাস হবে। গাইতে গিয়ে থেমে যাবে। কিন্তু সে একটানে পুরোটা গেয়ে ফেলল! বেশ অবাকই হয়েছি।’ ন্যানসি জানান, রোদেলা নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সেখানেই চলতি সপ্তাহে গানটি অবমুক্ত করা হবে।

কেমন গাইলো রোদেলা? মায়ের চোখে নয়, শিল্পী হিসেবে কেমন বুঝলেন। জবাবে ন্যানসি বললেন, ‘ও সুরে গায়। এটা হচ্ছে বড় বিষয়। গাইবার প্রচণ্ড আগ্রহ আছে। এটা আরও সুখের বিষয়। তবে কেমন গায়, তার কণ্ঠ মায়ের মতো না ওর মতো- সেটা বিবেচনা করবেন আপনারা। সেজন্যই এই গানটি প্রকাশ করা।’

গাইছেন রোদেলা, পেছনে বাবা, মা ও বোনকথায় কথায় ন্যানসি আরও বলেন, ‘‘এই গানটি প্রকাশের পেছনে আরেকটি বড় কারণ জড়িয়ে আছে। আমি খেয়াল করলাম, এই ধরনের শিশুতোষ গানগুলো আমাদের এখানে আর হচ্ছে না। টিভি, রেডিও, ইউটিউব- কোথাও না। আরও অবাকের বিষয়, শিশুদের এই গানগুলোর বেশিরভাগই দেখি বড়দের কণ্ঠে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে! অথচ আমাদের বাচ্চারা ব্যস্ত থাকে ‘টুইংকেল টুইংকেল লিটল স্টার’ কিংবা ‘জনি জনি ইয়েস পাপা’ নিয়ে! আমার বাচ্চারাও এসব শুনে বড় হচ্ছে। তো এই অভাববোধ থেকেই আমি রোদেলার কণ্ঠে শিশুতোষ বাংলা গানগুলো নিয়মিত তুলতে চাই। আমি চাই আমাদের বাচ্চারা এই গানগুলো শুনে বেড়ে উঠুক। এই গানগুলো অন্য বাচ্চারাও গাইতে শিখুক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়