শিরোনাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাই আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোতে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের প্রতিটি বিমানবন্দরে এখনও বিশেষ সতর্কতা জারি রয়েছে। কাশ্মীর হামলার ধারাবাহিকতায় ভারতের একটি বিমান ছিনতাই করে পাকিস্তানে নেয়া হবে বলে শনিবার (২৩ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ায় কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেয়া হয়।

এর পরপরই প্রতিটি বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। বিমানবন্দরে ঢোকা সব গাড়ির ওপর রাখা হচ্ছে বাড়তি নজর। সন্দেহজনক কিছু দেখলেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কাশ্মীরের পুলওয়ামা হামলার মূল হোতা মাসুদ আজহার এর আগে ভারতের একটি বিমান হাইজ্যাকের ঘটনায় জড়িত থাকায় নতুন সতর্কতাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে নরেন্দ্র মোদী প্রশাসন। ইতোমধ্যে ফোন করা ওই ব্যক্তিকে খুঁজতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দাখিল করা হয়েছে এফআইআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়