শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে চেয়ারম্যান হত্যার পরিকল্পানাকারী ইউপিডিএফের নেতা গ্রেফতার

সুজন কৈরী : রাঙামাটির নানিয়ারচরের চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা হত্যার পরিকল্পনাকারী ইউপিডিএফের শীর্ষ নেতা আনন্দ প্রকাশ চাকমা ওরফে কর্ণ ওরফে অক্ষর ওরফে ফারংকে গ্রেফতার করেছে র‌্যাব-২। রোববার ভোরে শেরেবাংলা নগরের স্টাফ কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী জানান, আনন্দ প্রকাশ চাকমা নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা হত্যার পরিকল্পনাকারী। এই দুই হত্যাকাণ্ড ছাড়াও আনন্দ প্রকাশ অপহরণ-হত্যা, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় আরো ৬ মামলার এজাহার নামীয় আসামি।

র‌্যাব জানায়, আনন্দ চাকমার মেয়ে ইডেন কলেজে পড়াশোনা করে। ওই বাসায় সাবলেট থাকতো। গতমাসে চিকিৎসার জন্য মেয়ের বাসায় আসে আনন্দ। আমরা দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিলাম, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-২ এর মেজর মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার আনন্দ অবৈধ অস্ত্রধারী একটি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের অন্যতম শীর্ষ স্থানীয় নেতা। সে একজন পেশাদার খুনী, অপহরণকারী ও চাঁদাবাজ। জিজ্ঞাসাবাদে আনন্দ জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের ৩ মে নানিয়ারচরের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে। সেইসঙ্গে মামলার বাদি রুপণ দেওয়ানকে আহত করে। পরদিন শক্তিমান চাকমার অন্তেষ্ট্যিক্রিয়ায় যাওয়ার পথে তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকে খুন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়