শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার মানুষ ভাত-কাপর চান না, যানজট মুক্ত ঢাকা চায় : আতিকুল

শাকিল আহমেদ: ঢাকার মানুষ এখন আর ভাত-কাপর চান না। তারা চায় যানজট মুক্ত ঢাকা শহর, তারা চায় খেলার মাঠ, এবং দখল মুক্ত ফুটপাত।

রোববার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা মহাগনর উত্তর যুব মহিলালীগের মতবিনিময় সভায় যোদ দিয়ে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

ঢাকায় চলাচলকারী বাসগুলোকে সিসিটিভি আওতায় আনা হবে বলে তার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করে তিনি বলেন, ঢাকার বাসগুলো নারীদের জন্য নিরাপদ করতে, বাসগুলোতে পর্যাপ্ত সিসিটিভি বসানো হবে।

আতিকুল বলেন, আগামি ২৮ তারিখ আপনারা যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমরা সবাই মিলে একটা সুস্থ সচল, মানবিক ঢাকা সবাইকে উপহার দেব ইনশাল্লাহ।

ঢাকা মহানগর যুব মহিলালীগ সভাপতি সাবিনা আক্তার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান কচিসহ আরো অনেকে। সঞ্চালনা করেন তাহেরা খাতুন লুৎফা।

এর আগে রাজধানীর ভাষাণটেক বস্তি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাদের ঘরে ঘরে ভোটের লিফলেট, প্রাচরপত্র বিলি করেন। আগামী ২৮ তারিখের নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় বস্তিবাসী তাদের সমস্যার কথা মেয়রপ্রার্থীর কাছে তুলে ধরলে জবাবে আতিকুল ইসলাম সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন বলে বস্তিবাসীদের আশ্বস্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়