শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহান খানকে প্রধান করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন

আহমেদ জাফর: সড়কে নির্বিঘ্নে যান চলাচল যাত্রীদের হয়রানি বন্ধ করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে আলোকে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির অন্য সদস্যরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী পরিবহন মালিক নেতা মশিউর রহমান রাঙ্গাঁ, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, গবেষক সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধি, বিআরটিএ প্রতিনিধি, হাইওয়ে পুলিশের দুইজন ডিআইজি, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এবং ডিএমপির একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে নিয়ে এই কমিটি করা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সাময়িক কিছু সমস্যায় আছি। সৃষ্টির যে বেদনা সেটা অনুভ‚ত হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সাময়িক কষ্ট সহ্য করতে হবে। এর আগে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সারাদেশে লক্কর-ঝক্কর গাড়ি এখন ভয়ে ধরা হয় না। পুলিশও ভয়ে ধরে না। কারণ এগুলো ডাম্পিং করার জায়গা নেই। একটি জায়গা ঠিক করে দিলে, সেখানে গাড়ি ডাম্পিং করা হবে। রাজধানীতে রিকশা নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দেওয়া হয়।

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আমদানি সম্পুর্ণ নিষিদ্ধ করারও পরামর্শ দিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, আমদানি নিষিদ্ধ করলে পুলিশ এগুলোর ওয়ার্কশপে অভিযান চালিয়ে বন্ধ করে দিতে পারবে। দক্ষ চালক তৈরি হচ্ছে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সারাদেশে সব সব জেলায় চালক প্রশিক্ষণ ইনস্টিটিউট করা গেলে এ পরিস্থিতির সমাধান হবে।’

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়