শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারটি ম্যাচ দিয়ে প্রথম ডিপিএল টি-টোয়েন্টি মাঠে গড়াবে সোমবার

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নতুন ফরমেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে মোট চারটি ম্যাচ। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে বারোটায় মুখোমুখি হবে শেখ জামাল ও খেলাঘর কল্যাণ সমিতি। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন। টুর্নামেন্টের অন্য মাঠ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম খেলায় সকাল নয়টায় মুখোমুখি হবে লিজেন্ডস অফ

রুপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই মাঠে অন্য ম্যাচে দুপুর দেড়টায় প্রাইম দোলেশ্বরকে মোকাবেলা করবে বিকেএসপি।
শেখ জামালের হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দারের মতো তারকারা। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে আছেন রবিউল ইসলাম রবি, মহিদুল ইসলাম অঙ্কন ও তানভীর ইসলাম। মিরপুরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল।

মিরপুরের অপর ম্যাচে প্রতিন্দ্বন্দ্বিতা করতে যাওয়া আবাহনী লিমিটেডে আছেন মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হাসান শান্ত। আবাহনীর বিরুদ্ধে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সে আছেন জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান ও এবারের বিপিএলে দেশিয় আবিষ্কার ইয়াসির আলী।

টুর্নামেন্টের দ্বিতীয় ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পর্দা উঠবে ডিপিএল টি-টোয়েন্টির। উদ্বোধনী ম্যাচে শাইনপুকুর খেলবে রুপগঞ্জ লিজেন্ডের বিরুদ্ধে। রুপগঞ্জের হয়ে খেলবেন নাঈম হাসান, নাঈম শেখ ও আসিফ হাসান।

প্রতিপক্ষ শাইনপুকুরে আছেন আফিফ হোসেন, শুভাগত হোম ও তৌহিদ হৃদয়। এবারের আসরে সবচেয়ে তরুণ দল এই দুটি।
ফতুল্লার দ্বিতীয় ম্যাচে বিকেএসপি খেলবে প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে। প্রাইম দোলেশ্বরের প্লেয়ার লিস্টে আছেন ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব ও আরাফাত সানির মতো তারকারা। প্রতিপক্ষ দল বিকেএসপিতে খেলছেন আনকোরা তারকারা। মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ও আকবর আলীরা।

টুর্নামেন্টে জাতীয় দলের অনেক তারকাকেই দেখা যাবে না। কেননা জাতীয় দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে। তাছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ইনজুরিতে। দেশের ক্রিকেটারদের নিয়ে এটাই সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সোমবার শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়