শিরোনাম

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ১০ লাখ কোটি ডলারের অর্থনীতি হবে, বললেন মোদী

নুর মাজিদ : ভারতকে ১০ লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রোববার তিনি বলেন, আমাদের সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করতে চায়। এই লক্ষ্যে আমাদের নতুন ব্যবসায়িক উদ্যোগে সফলতা অর্জন করতে হবে। এই ধরনের উদ্যোগের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়াতে হবে। একইসঙ্গে, ইলেকট্রিক কার নির্মাণে ভারতকে শীর্ষস্থানে পৌঁছাতে হবে। রোববার রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সামিট শীর্ষক এক সম্মেলনে তিনি এসব কথা জানান। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া

এসময় মোদী দাবী করেন, তার সরকার পূর্ববর্তী সরকারের রেখা যাওয়া চলতি দেনা এবং বাজেট ঘাটতিতে জর্জরিত একটি অর্থনৈতিক অবস্থার উত্তরাধিকার লাভ করে। এই অবস্থা পরিবর্তনে বর্তমান সরকারের চেষ্টার কারনেই অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হয়েছে। বিশেষ করে, বিগত সাড়ে ৪ বছরে সরকারের অর্থনৈতিক সংস্কার এই গতি বৃদ্ধিতে ইতিবাচক অবদান রেখেছে বলেই মোদী জানিয়েছেন।

‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ৭ দশমিক ৪ শতাংশ উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারের গৃহীত অর্থনৈতিক উদারীকরণ পরিকল্পনা এই সাফল্যের কারণ। এমনকি আমরা মুদ্রাস্ফীতির হার সাড়ে ৪ শতাংশে সীমাবদ্ধ রাখতেও সক্ষম হয়েছি। বিশেষ করে, জিএসটি ট্যাক্স আদায় কেন্দ্রীয়করনের মাধ্যমে দেশের বানিজ্যিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।’

উন্নয়নের এই গতি ধরে রাখতে পারলে ভারতকে ১০ লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার তার স্বপ্ন বাস্তবে রুপ নেবে বলেই জানান মোদী। ‘তিনি বলেন, ভারত ১৩০ কোটি মানুষ নয়, ১৩০ কোটি স্বপ্নের দেশ। নতুন ভারতের জন্য আমাদের স্বপ্ন সমাজের সকল স্তরের মানুষের জন্য। এইক্ষেত্রে তাদের অর্থনৈতিক অবস্থান, ধর্ম, জাত, ভাষা নিয়ে কোন প্রকার বৈষম্য করা হবেনা। আমরা এমন এক ভারত তৈরি করব যেখানে ১৩০ কোটি ভারতীয়র স্বপ্নপূরণ হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়