শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে গলা কেটে কটন মিলের ম্যানেজারকে খুন, গ্রেফতার এক

আহমেদ শামীম: সিলেটে নগরীর খরাদিপাড়ায় আব্দুল্লাহ সিদ্দিকীর কটন মিলের ম্যানেজার সৈয়দ মিসবাউল হোসেন খুনের ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. রমজান মিয়াকে ১৬৪ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আদালতে হাজির করা হবে বলে জানা যায়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) ছুরিকাঘাতে খুন হন শাহপরাণ থানাধীন খরাদিপাড়া শিবগঞ্জ কটন মিলের ম্যানেজার সৈয়দ মিসবাউল হোসেন। ওইদিন রাতে কাজ শেষে মিলের হিসাব শেষে বসে থাকার সময় রমজান আলীকে মিলে প্রবেশ করে গলা কেটে ও বুকে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ আরও জানায়, মিসবাউল হত্যাকান্ডে তাঁর মা মাহবুবা খাতুন বাদী হয়ে গত শনিবার মামলা দায়ের করেন। পরিপ্রেক্ষিতে গুপ্তচর নিয়োগের মাধ্যমে ঘাতককে চিহ্নিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রমজান মিয়াকে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত রমজান জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি স্বীকার করেছে। টাকার লোভেই খুন করা হয় মিসবাউলকে। রবিবার ঘাতক রমজানকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আদালতে হাজির করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়